ট্রাভেল পার্মিট


ট্রাভেল পার্মিট

যে সকল বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট হারিয়েছে/মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের বাংলাদেশে দ্রুত ফেরত যাওয়ার সুবিধার্থে ট্রাভেল পার্মিট ইস্যু করা হয়

  • তুরস্কে বসবাসরত/ভ্রমণকারী বাংলাদেশি নাগরিক ট্রাভেল পার্মিট এর জন্য আবেদন করতে পারেন
  • একটি ট্রাভেল পার্মিট ইস্যু করার তারিখ থেকে ০৩ (তিন) মাসের জন্য বৈধ
  • ট্রাভেল পার্মিট বাংলাদেশ হতে যথাযথ কর্তৃপক্ষের যাচাইপূর্বক অনুমতির প্রয়োজনীয়তা থাকতে পারে


ট্রাভেল পার্মিট এর জন্য নিম্নলিখিত কাগজপত্রাদি জমা দিতে হবে 

  • ট্রাভেল পারমিট এর জন্য যথাযথভাবে পূরণকৃত এবং স্বাক্ষরিত আবেদনপত্র
  • যেকোনো বাংলাদেশী ডকুমেন্টের কপি (পাসপোর্ট/ জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ)


ট্রাভেল পার্মিট এর জন্য আবেদনপত্র

                    Form - Travel Permit (TP) - বাংলা.pdf



ট্রাভেল পার্মিট এর ফি

                সাধারণ: ১৪ মার্কিন ডলার (০৩ কর্মদিবস)

                জরুরি: ২৭ মার্কিন ডলার (০১ কর্মদিবস)