মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) রি-ইস্যুকরণ


এমআরপি রি-ইস্যু

  • বাংলাদেশী নাগরিক যার বৈধ/মেয়াদোত্তীর্ণ এমআরপি আছে
  • আবেদনকারীর অবশ্যই বৈধ বা সম্প্রতি মেয়াদোত্তীর্ণ তুর্কি রেসিডেন্স পার্মিট থাকতে হবে
  • আবেদনকারীকে অবশ্যই কনস্যুলার অফিসারের সামনে যথাযথভাবে পূরণকৃত রি-ইস্যু ফর্ম নিয়ে হাজির হতে হবে


এমআরপি রিইস্যু করার জন্য জন্য নিম্নলিখিত কাগজপত্রাদি জমা দিতে হবে 

  • যথাযথভাবে পূরণকৃত এমআরপি রি-ইস্যু আবেদনপত্র ((ডিআইপি ফর্ম-২)
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০১ (এক) ছবি কপি
  • মূল পাসপোর্ট ও ০১ (এক) সেট ফটোকপি
  • ১৭ সংখ্যার জন্ম সনদ/ জাতীয় পরিচয় পত্র
  • কাবিননামা/ তালাকনামা (যদি আবেদনকারীর বৈবাহিক অবস্থা পরিবর্তিত হয়);
  • বৈধ স্টুডেন্ট আইডি কার্ড (ডিসকাউন্ট রি’ইস্যু ফি-এর জন্য)


এমআরপি রি-ইস্যু ফরম

http://www.passport.gov.bd/Reports/MRP_Information_Alteration_Correction.pdf


এমআরপি রি-ইস্যু ফি

           সাধারণ:

                         ১১০ মার্কিন ডলার

                         ৩৩ মার্কিন ডলার (ছাত্র-ছাত্রী)

           জরুরি:

                       ২২০ মার্কিন ডলার

                       ১১০ মার্কিন ডলার (ছাত্র-ছাত্রী)