সনদ /ডকুমেন্ট সত্যায়ন


বাংলাদেশী সনদ সত্যা

  • বাংলাদেশের যেকোন কাগজপত্র যেমন বিবাহের সনদ, জন্মসনদ, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদির সত্যায়নের জন্য অবশ্যই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার সেকশন থেকে সত্যায়িত করতে হবে।


শিক্ষা সনদ সত্যা

  • বাংলাদেশের কোনো বোর্ড/বিশ্ববিদ্যালয় কর্তৃক জারিকৃত যেকোনো শিক্ষা সনদ অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার সেকশন থেকে সত্যায়িত করতে হবে।


সত্যানের জন্য নিম্নলিখিত কাগজপত্রাদি জমা দিতে হবে 

  • সত্যায়নের জন্য নির্ধারিত সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র
  • যে ডকুমেন্টে সত্যায়ন প্রয়োজন ঐ ডকুমেন্টের মূলকপি সহ ০১(এক) সেট ফটোকপি
  • বাংলাদেশ বা তুর্কি পাসপোর্ট/তুর্কি রেসিডেন্স পারমিটের ফটোকপি


সত্যানের জন্য আবেদনপত্র

               Form - Attestation & Certificate.pdf


সত্যা ফি

                সাধারণ: ১৪ মার্কিন ডলার (০৭ কর্মদিবস)

                জরুরি: ২৭ মার্কিন ডলার (০৩ কর্মদিবস)