নতুন মেশিন রিডেবল পাসপোর্ট

নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) 

  • বাংলাদেশী নাগরিক যার হাতে লেখা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট আছে অথবা যার কাছে হাতে লেখা পাসপোর্ট নেই কিন্তু বাংলাদেশী নাগরিকত্বের যথোপযুক্ত প্রমাণ রয়েছে অথবা বাংলাদেশি নাগরিকের সন্তান নতুন মেশিন রিডেবল পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন 
  • কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যাচাইকরণ ও অনুমতি সাপেক্ষে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট এর জন্য আবেদন করা যাবে
  • অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদনকারীকে অনলাইনে পূরণকৃত এমআরপি আবেদনপত্রটি সহ কনস্যুলার অফিসারের সামনে সশরীরে উপস্থিত হতে হবে

এমআরপি করার জন্য জন্য নিম্নলিখিত কাগজপত্রাদি জমা দিতে হবে 

  • যথাযথভাবে পূরণকৃত এবং স্বাক্ষরিত অনলাইন এমআরপি আবেদনপত্র
  • ১৭ সংখ্যার জন্ম সনদ/ জাতীয় পরিচয় পত্র
  • বিদ্যমান বাংলাদেশের পাসপোর্টের ফটোকপি (পৃষ্ঠা ১-৭), যদি থাকে;
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি
  • বৈধ স্টুডেন্ট আইডি কার্ড (ডিসকাউন্ট রি’ইস্যু ফি-এর জন্য)
  • বৈধ/সম্প্রতি তুর্কি রেসিডেন্স পার্মিট
  • সন্তানদের জন্য মাতা বা পিতার বাংলাদেশী পাসপোর্ট


অনলাইন এমআরপি আবেদন

          http://www.passport.gov.bd/


এমআরপি রি-ইস্যু ফি

                   সাধারণ:

                                               ১১০ মার্কিন ডলার

                                               ৩৩ মার্কিন ডলার (ছাত্র-ছাত্রী)

                  জরুরি:

                                                 ২২০ মার্কিন ডলার

                                                 ১১০ মার্কিন ডলার (ছাত্র-ছাত্রী)